Header Ads Widget

Responsive Advertisement

(Space War) মহাকাশ যুদ্ধ


 

যুদ্ধের নতুন মোড় দেখা দিয়েছে এবার মহাকাশে শুরু হবে যুদ্ধ। দেশে যে কি ঘটছে সেটা বোঝা মুস্কিল হয়ে পড়েছে। আবারও স্যাটেলাইট ছাড়া হবে মহাকাশে, এটাই জানা যাচ্ছে। মহাকাশে প্রথম স্যাটেলাইট ছাড়া হয়েছিল ১৯৫৭ সালে এবং সেই সময় থেকে এখন পর্যন্ত এতো স্যাটেলাইট মহাকাশে ঘোরাফেরা করছে তা গোনা অসম্ভব। এই থেকে বোঝা যায় মানুষ কত এগিয়ে গেছে আগে শুধু পৃথিবীটায় দূষিত করতো কিন্তু এখন মহাকাশেও দূষণ ছড়াচ্ছে। এর ফলে পরিবেশের কত ক্ষতি হচ্ছে এর জন্য দায়ী কে ? মহাকাশ যুদ্ধে স্যাটেলাইট গুলি একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে পৃথিবীতে এসে পড়ছে, এতে দেশের জনগণ নিজেদের কি করে সুরক্ষিত মনে করবে ? যেকোনো সময় যেকোনো স্থানে এই স্যাটেলাইট এর টুকরো পরতে পারে, এতে অনেক কিছু ক্ষতি হতে পারে। প্রায় ৫০ বছর ধরে প্রতি বছর একবার করে মহাকাশ যুদ্ধের টুকরো পৃথিবীতে পরেই, এটা অবশ্য বিশেষ ভাবে কিছু ক্ষতি করতো না। কিন্তু ভবিষ্যতে এর কু-প্রভাব দেখা দিতে পারে। এমন ভাবেই যদি চলতে থাকে তাহলে প্রাকৃতিক পরিবেশ আর স্বচ্ছ অবস্থায় থাকবে না, পুরোটায় দূষিত হয়ে পরবে। পৃথিবীর সকল সরকারের কাছে প্রশ্ন তারা যে মহাকাশে এমন আবর্জনা ছড়াচ্ছে এটা কি তারা ঠিক করছে ? মহাকাশই যদি দূষিত হয়ে থাকে তাহলে পৃথিবী স্বচ্ছ হবে কি  করে ? আর প্রাকৃতিক পরিবেশ স্বচ্ছ না হলে সমস্ত দেশের জনগণ সুস্থ থাকবে কি করে ? আপনাদের কি মনে হয় যার ফলে দেশের এতো ক্ষতি হচ্ছে সেই স্যাটেলাইট ছাড়া কি উচিত ? নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।   

Post a Comment

0 Comments