Header Ads Widget

Responsive Advertisement

মাধ্যমিক পরীক্ষার খাতায় যা লিখেছে, তাতে পাশ নাম্বার দেওয়াও কঠিন হয়ে পড়েছে

           অতিমারির কারনে ক্লাস ঠিক ভাবে না হলেও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। এখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর সময়। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষেই রেজাল্ট বেরোবে বলে জানা যাচ্ছে। কিন্তু পরীক্ষার্থীরা খাতায় যা লিখেছে তাতে পাশ নাম্বার দেওয়া কঠিন হয়ে পড়েছে। বারাসাত মহাকুমার নেতাজী স্কুলের ইংরাজী শিক্ষক মাধ্যমিকের খাতা দেখছেন প্রায় ২০ বছর ধরে। অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি উনি। এর আগেও অনেক দুর্যোগ এসেছে কিন্তু এমন তিনি কখনই দেখেনি। ২০০ টি খাতার মধ্যে পাশ করেছে ১০০এর ও কম। সাধারন বানান ও ভুল করেছে পরীক্ষার্থীরা। বানান গুলীকে ইগনোর করেও ২০ থেকে ৩০ নাম্বার দিতেও অনেক বার ভাবতে হচ্ছে। যদিও অনেক খাতায় ভাল মানের, কিন্তু সামগ্রিক চিত্রটা সত্যিই আশঙ্কার। ইচ্ছা থাকলেও পাশ নাম্বার দিতে পারছে না অনেককেই। কিছু করার ও নেই ৩০ নাম্বারের উত্তর না থাকলে ৩০ নাম্বার দেবে কি করে! এই বছরে পাশের হার অনেক কম হবে বলেই জানা যাই। এই আশঙ্কা শুধু ইংরাজি তেই না সমস্ত সাবজেক্ট এর ক্ষেত্রেই হয়েছে। অনেক অভিজ্ঞ শিক্ষকেরা নাম্বার দিতে হিমসিম খাচ্ছেন। তারা দীর্ঘদিন ধরেই মাধ্যমিকের খাতা দেখছেন কিন্তু এমনটা এর আগে কখনো হয়নি। অন্যদিকে পরীক্ষার আগে পরীক্ষার্থীদের কয়েকটি দাবি ছিলো, নিজের স্কুলে পরীক্ষার, কিছুদিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া কিংবা পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক। কিন্তু এবার রেজাল্ট খারাপ হলে সর্বভারতীয় প্রতিযোগিতা অথবা ভবিষ্যৎ এর কি হবে ? এই বিষয়ে অনেক প্রশ্ন উঠছে। মাধ্যমিকের পাশ নাম্বার নিয়ে আপনাদের কি মনে হয় ? নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।


Post a Comment

0 Comments