Header Ads Widget

Responsive Advertisement

প্রধানমন্ত্রী কে খুনের হুমকি দিয়ে (NIA) এনআইএ কে ইমেল


 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়ে এনআইএ কে ইমেল। কে পঠালো এই ইমেল ? কার ID দ্বারা পাঠানো হয়েছে এই ইমেল ? তদন্তে আছেন (NIA)এনআইএ। ইমেলে উল্লেখ করা হয়েছে, হামলার জন্য ২০ স্লিপার সেল , ২০ কেজি আর ডি এক্স প্রস্তুত করা হয়েছে। ন্যাশনাল ইনভেসটিকেশন এজেন্সিকে পাঠানো ওই ইমেলে সংশ্লিষ্ট ব্যাক্তি উল্লেখ করেন ষড়যন্ত্র যাতে ফাঁস না হয় সেজন্য আত্মহত্যা করতে যাচ্ছিলেন তিনি। ইমেলে লেখা ছিল প্রধানমন্ত্রী ছাড়াও আরও অনেকের উপর আক্রমন করার জন্যই এই প্রস্তুতি। আমি বিভিন্ন সন্ত্রাশীদের সঙ্গে মিলিত হয়েছি। এখন আমি সর্বত্র বিস্ফোরণ করব। আমি পরিকল্পনা করছি, ২০ টি স্লিপার সেল সক্রিয় করে লক্ষ লক্ষ মানুষ কে হত্যা করা হবে। এখন প্রশ্ন কি করবেন আমাদের সরকার ? কি ভাবে এই বিস্ফোরণ থেকে মুক্তি পাবে দেশবাসি ? এমন অনেক প্রশ্নই উঠছে, এভাবে যদি প্রধানমন্ত্রী কেই হুমকি দেওয়া হই তাহলে দেশের জনগন নিজেদের কি ভাবে সুরক্ষিত মনে করবে।  

Post a Comment

0 Comments