করোনা এখন আর নেই বললেই চলে, করোনার সংক্রমণ অতি সামান্য হয়েছে। এই পরিস্থিতিতে
করোনা সংক্রান্ত বিধিনিষেদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য। নবান্নের নতুন নির্দেশিকায়
জানানো হয়েছে, শুক্রবার থেকেই চালু হচ্ছে এই নিয়ম। এর ফলে নাইট কারফিউ আর থাকছে না।
এছারাও বিশেষ বিশেষ ক্ষেত্রে এতদিন পর্যন্ত নিশেধাজ্ঞা জারি ছিল। তবে এবার থেকে অফিস,
শপিং মল ইত্যাদি জাইগার জন্য যে নিশেধাজ্ঞা গুলি ছিল তা আর থাকল না। প্রায় ২বছর পর
এই নিয়ম থেকে মুক্তি পাওয়া গেল। তবে একই সঙ্গে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার নির্দেশ
দেওয়া হয়েছে। মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজাই রাখতেই হবে। এছাড়া নিয়মিত স্যানিটাইজেশনের
দিকেও নজর দিতে বলা হয়েছে নির্দেশিকায়। সপ্তাখানেক আগেই কেন্দ্র সরকার সব রাজ্য কে
করোনা বিধি তুলে দিতে অনুরোধ করেছিল। সেই মতোই বাংলা-সহ প্রায় সব রাজ্যেই উঠে গেল করোনা
বিধিনিষেদ। কেন্দ্রীয় স্বরাস্ত্রসচিব অজয় ভাল্লা সব রাজ্যের মুখ্যসচিব দের চিঠি দিয়ে
জানান, গত ২৪ মাসে মহামিরি নিয়ন্ত্রন কারার মতো বিভিন্ন রকম বন্দোবস্ত সরকার করে ফেলেছে।
সাধারন মানুষের মধ্যেও এখন সচেতনতা আগের থেকে অনেক বেশি। তাছারা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত
অঞ্চলগুলি ও মহামারী মোকাবিলায় নিজেদের মতো করে প্রস্তুত। কেন্দ্রের সেই আবেদনে সারা
দিয়ে বাংলা সহ অধিকাংশ রাজ্যই বিধিনিষেধ পুরপুরি তুলে নিচ্ছে।
0 Comments