Header Ads Widget

Responsive Advertisement

অস্কার-মঞ্চে স্মিথের চড় নিয়ে মুখ খুললেন ক্রিস রক


        চড় কাণ্ডের পর মঞ্চে আবেগঘন প্রত্যাবর্তন ক্রিস রকের। অস্কারের মঞ্চে উইল স্মিথ তাঁকে চড় মারার পর বুধবার রাতে প্রকাশ্যে এলেন এই কমেডিয়ান। সেই দিনের ঘটনা নিয়ে ভাঙলো নিরিবিতা। বস্টনের স্ট্যান্ডআপ শো-তে বিতর্কিত সেই ঘটনাও উঠে এল রকের কথায়। চড়কাণ্ডের পর দর্শকদের সহানুভুতি পেলেন রক। বস্টনের উইলবার থিয়েটার হলে, ওই স্ট্যান্ডআপ শোয়ের মঞ্চে হাজির হওয়ার পর তার উদ্দেশ্যে হাততালি দেন দর্শকেরা। যা বেশ কয়েক মিনিট ধরে চলে। তিনি সকলকে বলেন আপনাদের উইক্যান্ড কেমন কাটল ? যার উত্তরে হেসে উঠলেন দর্শকেরা। রক বলেন সেদিন কি হিয়েছিল তা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। সেদিন কি হয়েছিল তা নিয়ে আমি এখনও ভাবছি। হয়তো কখনও এটা নিয়ে বলব। এবং সেটা খুব সিরিয়াস হবে, আর মজাদারও হবে। কিন্তু এই মুহূর্তে আমি কিছু মজাদার কথা বলতে চলেছি না।  

 একঘণ্টা পর দ্বিতীয় শোয়ের জন্য মঞ্চে ফিরে আসেন রক। তখন তিনি বলেন এইসব ফালতু ঘটনা ঘটার আগে আমি একটা শো লিখেছিলাম। “এর পাশাপাশি তিনি জানান, কখনও কোন এক সময় তিনি এই ঘটনা নিয়ে অস্কারের মঞ্চেই আরও বিস্তারিত ভাবে বলবেন।

 অস্কার শো এর মাঝে সঞ্চালক ক্রিস রক কে চড় মারেন উইল স্মিথ। যা নিয়ে তোলপার হয়ে ওঠে সারা বিশ্ব। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথও। তাঁকে নিয়ে ঠাট্টা করার প্রতিবাদে এমন পদক্ষেপ নেন স্বামী উইল স্মিথ। ক্রিস রকের প্রতি তাঁর আচরনের জন্য একবার ‘অ্যাকাডেমিা অ্যাওয়ার্ডস’ এর মঞ্চে এবং তারপর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাপ্রার্থনা করেন স্মিথ। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় সব বলেন জাডা। উল্লেখ্য , অস্কার ২০২২ এর মঞ্চে জাডার মুণ্ডিত মস্তক নিয়ে রসিকতা করেন সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক। তা শুনেই নিজের মেজাজ ঠিক রাখতে পারেনি উইল স্মিথ। স্ত্রীর প্রতি এই ঠাট্টা অপমান মনে হয় তাঁর। তাই তৎক্ষণাৎ তিনি মঞ্চে উঠে সঞ্চালককে সজোরে থাপ্পর মারেন। মঞ্চ থেকে নেমেও কুকথা বলতে শোনা যায় উইলকে। 

Post a Comment

0 Comments