Header Ads Widget

Responsive Advertisement

পোস্ট অফিসে সুদের হারে নয়া রূপ


 

        পোস্ট অফিসের আমানতকারীদের জন্য সুখবর। স্বল্প সঞ্চয় প্রকল্পে পুরনো সুদের হারই চালু রাখল ইন্ডিয়া পোস্ট অফিস। ফলে ২০২২-২০২৩ অর্থবর্ষেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড সুকন্য সমৃদ্ধি যোজনা ছাড়াও অন্যান্য সঞ্চয় প্রকল্পের আগের সুদের হারই পাবেন বিনিয়োগকারীরা। এপ্রিল-জুন মাসেই এই সুদের হার বজায় থাকবে। নতুন নিয়ম অনুসারে, পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প গুলিতে জানুয়ারি-মার্চ ২০২২ মাসে যারা নতুন বিনিয়োগ করেছেন, তারাও আগের মাসের মতো একই সুদের হার পাবেন। বিজ্ঞপ্তি বলেছে, ২০২২-২৩ FY-এর প্রথম মাসে জন্য PPF 7.10 শতাংশ সুদের হার বজায় থাকবে। পাশাপাশি সিনিয়ার সিটিজেন্স সেভিংস স্কিম ৭.৪০ শতাংশ সুদ পাবেন আমানতকারীরা। একই সাথে পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৫.৫-৬.৭ শতাংশ সুদ পাওয়া যাবে। এই সুদের হার ২০ এপ্রিল, ২০২২ থেকে ৩০জুন, ২০২২ এর জন্য প্রযোজ্য হবে।

এই স্কিমে যা যা পাবেন সে গুলি হল –

·         পোস্ট অফিসের সেভিংস স্কিমে বিনিয়োগ করলে পাবেন বছরে ৪ শতাংশ সুদ।

·         ১ বছরের টাইম ডিপোজিট স্কিম পাবেন ৫.৫ শতাংশ সুদ। এই সুদ পাবেন মাসিক ভিত্তিতে।

·         ২ বছরের টাইম ডিপোজিট স্কিমেও একই সুদ পাবেন।

·         ৩ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে পাবেন একই সুদের হার। এখানে মাসিক ভিত্তিতে পাবেন টাকা।

·         ৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে পোস্ট অফিস আপনাকে দেবে ৬.৭ শতাংশ সুদ। এই ক্ষেত্রে সুদের হার ধরা হবে মাসিক ভিত্তিতে।

·         ৫ বছরের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে আমানতকারী পাবেন ৫.৮ শতাংশ সুদ।

·         ৫ বছরের সিনিয়ার সিটিজেন্স সেভিংস স্কিমে বিনিয়োগ করলে আসবে ৭.৪ শতাংশ সুদ। মাসিক ভিত্তিতে এই সুদ ধার্য ও বিতরন করা হয়।

·         ৫ বছরের মান্থলি ইনকাম অ্যাকাউন্টে বিনিয়োগে আমানতকারী পাবেন ৬.৬ শতাংশ। মাসিক ভিত্তিতে এই সুদ দিয়ে দেওয়া হয়।

·         পাঁচ বছরে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট লগ্নি করলে আপনি বছরে পাবেন ৬.৮ শতাংশ সুদ।

·         পাঁচ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে আমানতকারী পাবেন বছরে ৭.১ শতাংশ সুদ।

·         কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে রয়েছে ১২৪ মাসের ম্যাচুরিটি। সেই ক্ষেত্রে বছরে ৬.৯ হারে সুদ ধরা হয়।

·          সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখলে বছরে সর্বোচ্চ ৭.৬ শতাংশ সুদ পাবেন বিনিয়োগ কারীরা।

Post a Comment

0 Comments