Header Ads Widget

Responsive Advertisement

Jio offer- এই প্রথমবার জিও তরফ থেকে থাকছে বেস্ট অফার।


 

        ভারতের অন্যতম বড় টেলিকম কম্পানি গুলির মধ্যে একটি হল জিও। গ্রাহকদের সুবিধার জন্য জিও নিয়ে এলো pre paid jio offer। এতে গ্রাহকেরা পাবেন আনলিমিটেড কল এর সাথে ১.৫GB ইন্টারনেট, আরও বেসি দিনের জন্য। ভারতে প্রথম জিও এই pre paid offer নিয়ে এলো তাও আবার পুরো এক মাসের জন্য। এই প্ল্যানের ভ্যালিডিটি নির্ধারক হবে কেলেন্ডার অনুযায়ী অর্থাৎ যে মাসে ৩১ দিন সেই মাসের হিসেবেই হবে রিচার্জ। প্রতিদিন পাবেন ১.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কল। এর জন্য খরচ হবে মাত্র ২৫৯ টাকা। এই প্লানটি উপভোগ করতে বছরে ১২ টি রীচার্জ করতে হবে গ্রাহকদের। যেই তারিখ এ রিচার্জ হবে পরের মাসেও ঠিক ওই তারিখ থেকে হিসাব শুরু হবে। বছরের শুরুতেই টেলিকম সংস্থা গুলিকে ৩০দিনের বৈধতার সঙ্গে প্রিপেইড অফারে মোবাইল রিচার্জ করতে বলা হয়েছে টেলিকম রেগুলেটর অথারিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে। এই প্ল্যানে BSNL জিও দ্বিগুন ডেটা অফার করে থাকে গ্রাহকদের। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন বা ৩১ দিন। কেলেন্ডার অনুযায়ী এই ভ্যালিডিটি নির্ধারিত হবে।     

Post a Comment

0 Comments