আরভিন্দ
কেজ্রিওালের মত অনুসারে দিল্লির নগরনিগমের যে নির্বাচন হওয়ার কথা ছিল তাতে তারা নিজের
হার থেকে বাঁচার জন্য নির্বাচন স্থগিত করছে। এবং খবর পাওয়া যায় নির্বাচন কিছু মাসের
জন্য স্থগিত রাখা হবে। এটা খুবই দুঃখ জনক কারন নির্বাচন পিছিয়ে গেলে তাহলে গনতন্ত্রয়
কি থাকবে, আর জগনের মুল্য বা কি থাকবে। তিনি বলেন জনগনের পুরো অধিকার আছে নিজেদের সরকার
নির্বাচন করার। তাই তিনি কেন্দ্র সরকারের কাছে প্রশ্ন করেন হার জিত তো লেগেই থাকে,
তাহলে এক ছোট এম সি ডি নির্বাচনে নিজের হার থেকে বাঁচার জন্য দেশের সাথে খেলার কি প্রয়োজন
? তারা বলেন আমরা তিনটে কর্পরেশন এক করতে যাচ্ছি এই জন্য আমরা নির্বাচন স্থগিত রাখছি।
এই প্রসেসে কি নির্বাচন স্থগিত রাখা যায় ? কাল যদি গুজরাটের নির্বাচন হয় তখন তারা একটা
চিঠি লিখে দেবে সেন্ট্রাল ইনফরমেশন ইলেকশন কমিশন কে, কি আমরা গুজরাট আর মহারাষ্ট্র
কে এক করতে যাচ্ছি তো গুজরাটের নির্বাচন স্থগিত করো। পরের বারে লোকসভার নির্বাচন হবে
তাতে ও তারা চিঠি লিখে দেবে নির্বাচন স্থগিত করার। নির্বাচন কি স্থগিত রাখা যাই ? এমন
টা করা কি ঠিক ? যদি নির্বাচনী না হয় তা হলে জনগনের স্বাধিনতা থাকলই বা কোথায় ? তারা
যদি নিজের হারের ভয়ে নির্বাচন স্থগিত করতে থাকে তাহলে দেশ চলবে কি করে ? পরে তো বিজেপি
নাও থাকতে পারে, মোদী জি নাও থাকতে তাহলে কেন শুধু শুধু দেশের সাথে এমন করা হচ্ছে
? একটা ছোট নির্বাচন জেতার জন্য পুরো দেশের ব্যবস্থার পরিবর্তন ঘটানো ঠিক না। তিনি
সরাসরি চেলেঞ্জ করেন বিজেপি কে যদি হিম্মত থাকে তো এম সি ডি নির্বাচন সঠিক টাইম এ করে
জিতে দেখাও, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কি মনে হয় আপনাদের এই চ্যালেঞ্জ এ বিজেপি কি পদক্ষেপ নেবেন ?
.jpg)
0 Comments