ইউক্রেনে চলতে থাকা যুদ্ধে অ্যামেরিকা রুশি হাতিয়ার নিয়ে ভারতকে হুমকি দেওয়া
চালু করেছে। অ্যামেরিকার রাষ্ট্রমন্ত্রী Llyod Austin আগের মঙ্গলবারেই অ্যামেরিকা সংবিধানে
বলেছেন যে রুশি হাতিয়ার ব্যাবহার করা ভারতের অধিনে নেয়। তারা এও বলেছে যে অ্যামেরিকা
চায় ভারত রুশি হাতিয়ারের ব্যাবহার কম করুক। অ্যামেরিকা রাষ্ট্রমন্ত্রী ভারতকে রুশি
হাতিয়ার ব্যবহার না করার জন্য হুমকিও দিয়েছে। কিন্তু এর বদলে তারা ভরতের কোন সহযোগিতাও
করবেনা। এবং রুশ কেও কোন সহযোগিতা করতে দিচ্ছে না। আর চিনের সঙ্গে যুদ্ধের জন্য নিউ
দিল্লিকে তাঁর প্রয়োজন। অ্যামেরিকা রাষ্ট্রমন্ত্রী, রুশের কাছ থেকে হাতিয়ার কেনাই ভারতকে
হুমকি ঠিক ওই দিন দিয়েছে যেদিন অ্যামেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে, আধুনিক
ব্রাহ্মস্ত্র নামক হাইপারসনিক মিশাইল বানানোর বোঝাপড়া করেছিলেন। অ্যামেরিকা , ব্রিটেন
ও অস্ট্রেলিয়ারা চিনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমস্তরকম বোঝাপড়া করে রেখেছে। এই বোঝাপড়াই
অ্যামেরিকা অস্ট্রেলিয়াকে দেশের যেখানে ইচ্ছা নাশকতা করার জন্য পাণ্ডুপিও বানানোর বুদ্ধি
দিচ্ছে। কথায় আসছে যে এই আবিস্কারের বুদ্ধি অ্যামেরিকা কাউকে দেইনি, কিন্তু অস্ট্রেলিয়াকে
দেওয়া হল। চিনের সঙ্গে মোকাবিলার জন্য অত্যাধনিক হাতিয়ার দিচ্ছেন অ্যামেরিকা। চিনের
হাইপারসনিক মিসাইলকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়। অ্যামেরিকা
যেকোনো সময় ভারতে হাতিয়ার সাপ্লাই বন্ধ করতে পারে। সেখানে রুশ ভারতের অনেক সাহায্য
করছে তারা ভারতকে বিভিন্ন হাতিয়ার দিচ্ছে। ভারত কোটি কোটি টাকার হাতিয়ার রুশের কাছ
থেকে কিনেছে।
0 Comments