RBI ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী
ব্যাঙ্গালোরের ক-অপারেটিভ ব্যাঙ্ক থেকে গ্রাহকেরা ৫০০০ টাকার বেশি তুলতে পারবে না।
এছাড়াও ব্যাঙ্কের উপর লোন দেওয়া এবং টাকা জমা করার ওপরেও এই নির্দেশ জারি করেছেন। কঠিন
কঠিন নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অন্যদিকে আরবিআই- এর তরফে একটি বয়ানে বলা হয়েছে ব্যাঙ্কটির
সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংশ অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা
৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না। গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকার সত্ত্বেও
তারা নিজের ইচ্ছামত টাকা তুলতে পারবে না। আরও
বলা হয়েছে যতদিন না ব্যাঙ্কের আর্থিক অবস্থার উন্নতি হবে ততদিন এই ভাবেই সমস্ত ব্যাঙ্কিং
পরিষেভা চালু রাখতে হবে। তবে আপাতত নির্দেশটি জারি করা হয়েছে ৬ মাসের জন্য। এমন অবস্থায়
গ্রাহকদের যে কতটা অসুবিধায় পড়তে হবে তা বলা কঠিন। চলতি মাসের ৫ এপ্রিল তিনটি ক-অপারেটিভ
ব্যাঙ্কে নিয়ম নিতি পালনে ছুটি থাকার জন্য জরিমানা করলেও কোনরকম নিষেধাজ্ঞা জারি করেনি
আরবিআই। যে ব্যাঙ্কগুলিকে জরিমানা করা হয়েছিল সেগুলি হল – মুম্বায়ের kokan Mercantil
Co- operative Bank Ltd, Yashwant Cooperative Bank Limited এবং কলকাতার The
Samata Cooperative Development Bank. তিনটে ব্যাঙ্কের ক্ষেত্রেই রিজার্ভ ব্যাঙ্ক ৫
লক্ষ টাকার জরিমানা ঘোষণা করেছেন। এই নিয়মে গ্রাহকেরা যে কতটা অসুবিধার সম্মুখীন হবে
তা কঠিন। আপনার টাকা আপনি নিজের ইচ্ছামত তুলতে পারবেন না এ বিষয়ে আপনার কি মতামত তা
অবশ্যয় জানাবেন নীচের কমেন্ট বক্সে।

0 Comments