Header Ads Widget

Responsive Advertisement

ব্যয়বহুল মুক্ত ভারত অভিযান

 



কংগ্রেসে পার্টির শ্রীমতী সোনিয়া গান্ধীর নির্দেশ অনুযায়ী ব্যয়বহুল মুক্ত ভারত অভিযান তিনটি বিভাগে পরিচালন করা হবে। প্রথম বিভাগে ৩১ মার্চ বেলা ১১ টায় পুরো দেশের সমস্ত জনগনকে আহবান করা হবে।পার্টির সদস্যেরা বাড়ি বাড়ি গিয়ে এই প্রচার করে আসবেন।ওইদিন নিজেদের নিজেদের গ্যাস সিলিন্ডার, ডিজেলের ড্রাম, বাইক মোটর সাইকেল বাইরে বার করে তাতে ফুলের মালা লাগিয়ে ঘণ্টি ড্রাম বাজানো হবে। যাতে সরকার যে সাধারণ জনগণের উপর খরচের ভার চাপাচ্ছেন তা সম্পর্কে অবগত হন। ৩১ মার্চ বেলা ১১টায় পুরো দেশ জুড়ে চলবে এই অভিযান। এবং পরে এই সব social media তে ছাড়া হবে বলে জানা যায়। দ্বিতীয় পরিকল্পনা ২এপ্রিল থেকে ৪এপ্রিল এর মধ্যে প্রত্যেক জেলায় কংগ্রেসের সদস্যেরা জনগণের সঙ্গে, সামাজিক সংগঠন,ধার্মিক সংগঠন,সমাজসেবী সংগঠন, জনতা প্রতিনিধি এবং অন্যান্য সমস্ত সংগঠনে মিলিত হয়ে ব্যয়বহুল মুক্ত ভারত অভিযান চালানো হবে, প্রত্যেক জেলায়। যাতে সরকার কে বোঝানো যায়। এবং তৃতীয় পরিকল্পনায় এপ্রিল ঠিক এমন ভাবেই প্রত্যেক প্রন্তিয় head couter  কংগ্রেসের সদস্য, অগ্রিম সংগঠনের সদস্য, Youth congress NSCY মহিলা কংগ্রেস সেবা দলের সদস্য, সমাজসেবী সংস্থার সদস্য,ধার্মিক সংস্থার সদস্য, Resident wellfare association এর সাথী। সেই সমস্ত সাথী যারা railway প্যাসেঞ্জার union , বাস প্যাসেঞ্জার union , অটো union আছে, সেই সকলের সঙ্গে মিলিত হয়ে তারা প্রন্তিয় স্থানের প্রত্যেক স্টেটের head couter ব্যয়বহুল মুক্ত ভারত অভিযান ধর্মঘট এই দুই করবেন। যাতে সত্তার অহংকারে ডুবে থাকা সরকার ভোট নিয়ে জনতার সঙ্গে যে বিশ্বাস ঘাতকতার কাজ করেছেন, এই বাড়তে থাকা সমস্ত জিনিসের দাম দেখেও সরকার চুপ আছে, এবং জনতার সমস্যার কোথাও ভাবেনি, বিষয়ে যাতে তারা অবগত হয়। সমস্ত কথা ভেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি।

Post a Comment

0 Comments