গ্যাস এর দাম এমনিতেই
মাত্রা ছাড়া যাচ্ছিল। তা থেকে কিছুতা রেহাই দিতে এই ঘোষণা করা হয়।
বাড়িপিছু বিনামূল্যে বছরে রান্নার গ্যাসের তিনটি করে সিলিন্ডার দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিল গোয়া সরকার। গোয়ার মুখ্যমুন্ত্রি প্রমোদ সাওয়ান্ত বলেছেন, ‘তিনটি LPG সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রকল্পে চূড়ান্ত শিলমোহর পরে গিয়েছে। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এপ্রিল থেকে বিনামূল্যে সিলিন্ডার প্রদান করা হবে।‘ BJP শাসিত গোয়ার মুখ্যমন্ত্রি দাবি করেছেন, ইস্তাহারে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ধাপে ধাপে পূরণ করা হবে। সেটা ভেবেই শুরু করলেন বিনামূল্যে গ্যাস প্রদানের বিষয়টি। অবশ্য গোয়ার ১৪.২ কেজি গ্যাসের দাম পড়েছে ৯৬৩.৫ টাকা। সেইসঙ্গে ইস্তাহারে BJP প্রতিশ্রুতি দিয়েছিল, তিনি ক্ষমতায় এলে তিন বছর পেট্রোল ও ডিজেলের উপর রাজ্যে কর বসানো হবে না।

0 Comments