Header Ads Widget

Responsive Advertisement

২০২২ এ পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ


 

পশ্চিমবঙ্গে ২০২২ সালে বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি এই প্রথম। এই বছর পশ্চিমবঙ্গের ৪ লক্ষ শূন্য পদে শিক্ষক কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার শিক্ষক কর্মী পদ ফাঁকা রয়েছে। এছাড়াও রাজ্যে আরও অশিক্ষক গ্রুপ C গ্রুপ D পদে প্রচুর শূন্য পদ রয়েছে। দীর্ঘ ৫,৬ বছর ধরে হাই স্কুলে কোনো শিক্ষক নিয়োগ হইনি। অন্যদিকে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন করে প্রাইমারি স্কুলে ও প্রচুর শিক্ষক নিয়োগ হবে বলে এমনটাই জানানো হয়েছে। রাজ্যে প্রায় ৪ লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে এ বছরে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।

গত ২২ মার্চ বিধানসভার প্রশ্নউত্তর পর্বে শিক্ষা মন্ত্রীকে প্রশ্ন করেন  ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, যার উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে রাজ্যে মোট ৩ লক্ষ ৪৪ হাজার ১২০ শিক্ষক ও শিক্ষা কর্মী পদ ফাঁকা আছে।রাজ্যের প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল প্রতিটি ক্ষেত্রেই শিক্ষকের প্রয়োজন।

শিক্ষক প্রয়োজনের তথ্য –

প্রাইমারি স্কুলে:- I to IV (primary teacher)১৯০০৮৫ জন।

উচ্চমাধ্যমিক স্কুলে:- XI- XII (Higher Secondery Teacher) ২৩৭১১ জন।

প্রধান শিক্ষক:- ৫৮২৪ জন

অ- শিক্ষক (staff):-  ২৩২০৫ জন।

             ইতিমধ্যে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এ বছরে নতুন করে SLST নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেখানে প্রাই লক্ষাধিক চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। রাজ্যে প্রায় ৬ বছর ধরে হাই স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। এই বছর নতুন করে লক্ষাধিক চকরিকর্মি নিয়োগ করা হবে।  জানা গেছে জুন- জুলাই মাসেই SLST নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

পশ্চিমবঙ্গের ২০১৭ প্রাইমারি স্টেট এর নিয়োগ প্রক্রিয়া এ বছরের মধ্যেই সম্পন্ন হবে। আবারও ২০২২ এ নতুন করে  প্রাইমারি স্টেট এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রী জানিয়েছেন রাজ্যে প্রত্যেক বছরে এই প্রাইমারি স্টেটের পরীক্ষা নেওয়া হবে।পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলের প্রায় লক্ষাধিক শূন্যপদ ফাঁকা রয়েছে যার মধ্যে ১৫-২০ হাজার শিক্ষক শূন্য পদে নিয়োগ হবে এই বছরের মধ্যেই। এবং আস্তে আস্তে সমস্ত শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেবে রাজ্য সরকার।

অশিক্ষক কর্মি নিয়োগে দীর্ঘদিন আগেই রাজ্যে WBSSC মাধ্যমে প্রচুর পরিমাণে  গ্রুপ C গ্রুপ D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হাওয়ার কথা বলা হয়েছিল, এবং খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলের ও রাজ্যের শিক্ষা দপ্তরের প্রচুর পরিমাণে গ্রুপ C গ্রুপ D কর্মীর প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের স্কুল গুলিতে  ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ D পিয়ন নিয়োগ করা হবে এই বছরের মধ্যে।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় ৪ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এমনটায় আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে।

Post a Comment

0 Comments